• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জিপিএ ৫ পেয়েছেন তাসমিমা রহমনা মাইসা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮, ০৯:৫৮ পূর্বাহ্ণ
জিপিএ ৫ পেয়েছেন তাসমিমা রহমনা মাইসা

নিজস্ব প্রতিবেদ।।
দৈনিক দেশ জনপদ পত্রিকার প্রকাশক নাজমুন নাহারের কন্যা তাসমিমা রহমান মাইসা বরিশাল সরকারি সদর গালস স্কুল থেকে অস্টম শ্রেনির জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে । মাইসা পঞ্চম শ্রেণীর পিএসসি পরিক্ষাতেও জিপিএ ৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। মাইসার বাবা মিজানুর রহমান একজন সরকারি চাকুরীজীবি। মাইসা বড় হয়ে ডাক্তার হতে চায়। তার বাবা-মা তাদের সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মাইসার এই জিপিএ ৫ কৃতিত্ব তার বড় মামা দৈনিক দেশ জনপদের সম্পাদক মির্জা রিমনের বলে জানিয়েছেন মাইসা।