• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ২২:২০ অপরাহ্ণ
জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল

অনলাইন ডেস্ক : প্রায় ১০ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী সোহেল। আজ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা পুলিশ সোহেলকে গ্রেফতার করে।

সোহেলের বিরুদ্ধে চার শতাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠসহচর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান বাচ্চু।