• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জানুয়ারির প্রথম সপ্তাহে হোম অফ ক্রিকেট

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২০, ১২:২৮ অপরাহ্ণ
জানুয়ারির প্রথম সপ্তাহে হোম অফ ক্রিকেট

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে টানা চার সপ্তাহ সরগরম ছিল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। এখন তিন সপ্তাহ বিরতি। আবার নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সরব হবে হোম অফ ক্রিকেট। ২০২১ সালের ১০ জানুয়ারি ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

করোনাবিধি মেনে এক সপ্তাহ হোটেলবদ্ধ থাকবে সফরকারীরা। ১৮ জানুয়ারি বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচের পর ২০ জানুয়ারি শেরেবাংলায় শুরু টাইগারদের সাথে ক্যারিবীয়দের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডেও ঢাকার শেরেবাংলায়। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর চার দিনের প্রস্তুতি ম্যাচ, ৩-৭ ফেব্রুয়ারি প্রথম টেস্ট চট্টগ্রামেই।

আগেই জানা, ৭ জানুয়ারি শুরু হবে টাইগারদের প্রস্তুতি। ১ থেকে ৩ জানুয়ারির মধ্যে দল ঘোষণাও হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রধান নির্বাচকের উদ্ধৃতি দিয়ে জাগো নিউজের পাঠকরা আগেই জেনে গেছেন, তিন ম্যাচের ওয়ানডে আর দুই টেস্ট ম্যাচের সিরিজ উপলক্ষে একবারে ২৪ জনের প্রাথমিক দল দেয়া হবে। সেখান থেকে ওয়ানডের দল আর টেস্টের আগে টেস্ট স্কোয়াড চূড়ান্ত করা হবে।

এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হওয়ার মুহূর্ত থেকে সেই প্রাথমিক দল নিয়ে রাজ্যের কৌতূহল ক্রিকেট ভক্ত-সমর্থক ও অনুরাগীদের। সবারই মনে প্রশ্ন- ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেয়া মাশরাফি কি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকবেন?

করোনা মুক্তির পর হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ার কারণে শুরু থেকে খেলা সম্ভব হয়নি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি জেমকন খুলনার হয়ে ফিরতি পর্বের শেষ দিকে খেলতে নেমে ‘নড়াইল এক্সপ্রেস’ ভালোই বল করেছেন। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে তো টি-টোয়েন্টির ক্যারিয়ারসেরা ৫ উইকেট দখলের কৃতিত্বও দেখিয়েছেন।

সেই থেকে মাশরাফির ওয়ানডে দলে অন্তর্ভূক্তি নিয়ে রাজ্যের কথাবার্তা। সবার একটাই কথা, মাশরাফি প্রমাণ দিয়েছেন বয়স কোনো বাধা নয়। তার বলের ধার এখনো কমে যায়নি। নিজের দিনে এখনও বিধ্বংসী হয়ে উঠতে পারেন ডানহাতি এই পেসার।

শেরে বাংলার স্লো পিচে অহেতুক গতি সঞ্চারের চেষ্টা করে খাবি খেয়েছেন অনেক তরুণ পেসার। সেখানে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাশরাফি বল করেছেন গতি কমিয়ে, ১২০-১২২ কিলোমিটারের মধ্যেই রাখেন গতি। তার মূল চেষ্টা ছিল, ভালো জায়গায় বল ফেলা। প্রতিপক্ষ ব্যাটসম্যানের মতিগতি দেখে, বুঝে এবং উইকেটের চরিত্র দেখে এ অভিজ্ঞ যোদ্ধা সুনিয়ন্ত্রিত ও বুদ্ধিদীপ্ত বোলিং করে হয়েছেন সফল।

অনেকের মত, ওয়েস্ট ইন্ডিজের ফ্রি-স্ট্রোক মেকারদের বিপক্ষে মাশরাফির এমন বোলিং হতে পারে কার্যকর। তাই এখন ওয়ানডে দলে থাকার জোর দাবিদার এ অভিজ্ঞ যোদ্ধা।

আবার বিপরীত মতও আছে। কারো কারো কথা, দীর্ঘ দিন অনুশীলনের বাইরে, পুরোপুরি ফিট না হয়েও অল্প কদিনের প্রস্তুতি নিয়ে খেলেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। সেখানে ম্যাচের আয়ুষ্কালই ছিল মোটে ২০ ওভার। ঐ অল্প সময় মাঠে থেকে ৪ ওভার বোলিং করা আর ১০ ওভার পুরো বোলিংয়ের পাশাপাশি ৫০ ওভার ফিল্ডিং করার মত ফিটনেস কি আছে মাশরাফির? কি ভাবছে টিম ম্যানেজমেন্ট? কোচ রাসেল ডোমিঙ্গো আর অধিনায়ক তামিম ইকবাল ও নির্বাচকদের ভাবনা কি?

প্রধান নির্বাচক নান্নু কদিন আগে মিডিয়ার সামনে বলেছিলেন, মাশরাফির ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুক্রবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মাশরাফির বিষয়টা একান্তই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের।

আজ (শনিবার) মাশরাফির ব্যাপারে জিজ্ঞেস করলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, ‘এখনো ক্রিকেটার নির্বাচনের কাজ শুরুই হয়নি। তাই মাশরাফির ইস্যু কেন, আমরা দল নিয়েই কোনো সিদ্ধান্ত নেইনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি নিয়েই সবাই মেতে ছিল। এখন ওই আসর শেষ হয়েছে, এবার আমরা দল নিয়ে বসব। বসে ক্রিকেটার নির্বাচনের কাজ সারব।’

প্রধান নির্বাচক জানিয়েছেন, তারা আগামী ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রথম বসবেন। ২৫ ডিসেম্বরের মধ্যে একটা রূপরেখা তৈরি করে ফেলবেন। মাশরাফি ইস্যুতে নান্নুর শেষ কথা, ‘আমরা ২৪-২৫ তারিখ বসে মাশরাফির বিষয়ে সিদ্ধান্ত নেব।’