জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে ৩৬ শতাংশ
প্রসিদ্ধ জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। প্রচণ্ড তাপে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে অসুস্থতার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। বায়ুদূষণজনিত রোগে দেশে অপরিণত বয়সে মৃত্যুও হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যু কী পরিমাণ বাড়ছে, তা নিয়ে ল্যানসেট গতকাল ১৩ নভেম্বর একটি বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৪৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ওপর কোনো তথ্য নেই। তবে ল্যানসেট-এর জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যঝুঁকিবিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা পৃথকভাবে বাংলাদেশবিষয়ক তথ্য পাঠিয়েছে।