স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনার বেতাগী উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পৌর শহরে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের সার্বজনীন কালীমন্দির থেকে শোভাযাত্রা শুরু করে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সার্বজনীন কালীমন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. বিমান কান্তি গুহ, সাবেক প্যানেল মেয়র বরুণ কৃষ্ণ কর্মকার, ৪ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ, সাবেক পৌর কাউন্সিলর অভিজিৎ গুহ সুমন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মিলন চন্দ্র কর্মকার ও সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র হাওলাদার, সহকারি শিক্ষক অমল চন্দ্র দাস, সাংবাদিক মনমথ রঞ্জন মল্লিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এরপর সন্ধ্যার পরে সার্বজনীন কালী মন্দিরে শ্রীমদ্ভাগবতগীতা পাঠ, আরতি কির্ত্তন ও প্রসাদ বিতরণ করা হয়।