• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জন্মদিনে ধরা পড়ল ডেঙ্গু, একদিন পরেই মৃত্যু হলো রাইয়ানের

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯, ১৩:০৩ অপরাহ্ণ
জন্মদিনে ধরা পড়ল ডেঙ্গু, একদিন পরেই মৃত্যু হলো রাইয়ানের

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাইয়ান সরকার নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাইয়ান রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাইয়ানের এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করেন।

ওই আত্মীয় বলেন, ‘৩১ জুলাই ছিল রাইয়ানের ১১তম জন্মদিন। ওইদিনই জ্বর আসলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রক্ত দেয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর অবনতি হলে গতকাল দুপুর দেড়টার দিকে সে মারা যায়।’

রাইয়ানরা এক ভাই ও এক বোন ছিলেন বলেও জানান তিনি।