• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেলে’র অডিশন ২৭ সেপ্টেম্বর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৯, ২২:৩২ অপরাহ্ণ
জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেলে’র অডিশন ২৭ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এ এবারো অংশ নিতে পারবেন বাংলাদেশি প্রতিযোগীরা। এবারের আসরের জন্য ঢাকায় গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে আগামী ২৭ সেপ্টেম্বর অডিশনের আয়োজন করা হচ্ছে। একদিনই হবে এ অডিশন।

বিষয়টি নিশ্চিত করে মীরাক্কেলের সাবেক প্রতিযোগী ও মেন্টর ইশতিয়াক নাসির বলেন, ‘এবার অডিশন হবে শুধু ঢাকাতে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অডিশন চলবে। আর এতে প্রধান বিচারক হিসেবে থাকছেন মীরাক্কেলের পরিচালক শুভঙ্কর চ্যাটার্জি। তাকে সহযোগিতা করবো আমি ও সংগীত তিওয়ারি।’

প্রসঙ্গত, ২০০৬ সালে যাত্রা শুরু করে ‘মীরাক্কেল’। এ পর্যন্ত ৯টি সিজন শেষ হয়েছে এই স্ট্যান্ডআপ কমেডির। এর বিভিন্ন সিজনে বিচারকের আসনে দেখা গেছে, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপক ও আরজে মীর আফসার আলি।