শুক্রবার রাজধানীর আশকোনায় র্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলার পর জঙ্গি তৎপরতার জন্য বিএনপিকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন ওবায়দুল কাদের।
শনিবার খিলগাঁওয়ে র্যাবের তল্লাশি চৌকিতে সন্দেহভাজন আরেক জঙ্গি নিহত হওয়ার পর তিনি এক অনুষ্ঠানে বলেন, “যেহেতু দেড় বছর পর দেশে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের জন্য এই ধরনের হামলা অবশ্যই অন্তরায়।”
বিএনপি দাবি করে আসছে, জঙ্গিবাদ ব্যবহার করে সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।
দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে যক্ষ্মা সম্মেলনের অধিবেশেনে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জঙ্গি দমনে দলমত নির্বিশেষে সবাইকে এগিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশ এভাবে উপর্যুপরি নাশকতার কবলে পড়লে আপনি-আমি কেউই নিরাপদ নই।”