• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৮:৫৫ অপরাহ্ণ
ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ঘণ্টা পর মারা গেলেন বাবাও। কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় ঘটনা ঘটেছে। মৃতরা হলেন- উপজেলা ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মন্ডলের ছেলে কাবিল (৭০) এবং কাবিলের ছেলে আবিদুল (৪৫)।

জানা যায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসায় অসুস্থ হন ছেলে আবিদুল পরে আবিদুলের ছেলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিছুক্ষণ পরে আবিদুলের অবস্থা খারাপ হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ শুনে পিতা কাবিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। এদিকে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, আবিদুল আমার বন্ধু হয়।

আমরা একসঙ্গে অনেক সময় অতিবাহিত করেছি। তাদের এই অকাল মৃত্যুতে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।