• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছদ্মনাম ব্যবহার করে ৩৭ বছর, শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪, ১৯:৫৩ অপরাহ্ণ
ছদ্মনাম ব্যবহার করে ৩৭ বছর, শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডিত পলাতক আসামি মিজানুর রহমান সিকদারকে (৫৯) দীর্ঘ ৩৭ বছর পর গ্রেফতার করেছে কাঁঠালিয়া থানা পুলিশ। মিজানুর রহমান কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়া গ্রামের মো. মতিয়ার রহমান সিকদারের পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সিকদার বরগুনা জেলার বেতাগী সদর উপজেলার এক নারীকে ১৯৯৬ সালে চাকরি দেওয়ার নামে ঢাকায় নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতা ওই নারী মিজানুর রহমানকে আসামি করে বেতাগী থানায় অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করেন।

এ মামলায় যাবজ্জীবন সাজা হলেও মিজান বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘ ৩৭ বছর ধরে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় র‌্যাব-৮ ও র‌্যাব-২ এর সহযোগিতায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল বরগুনার বামনা উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।

একই মামলার অপর আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান সিকদারের স্ত্রী নামজা বেগমকে (৫৩) গত বছরের ২৮ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর সহায়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে নাজমা বেগম জেলহাজতে রয়েছেন।

কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, এক নারীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান সিকদারকে আটক করে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।