• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চুরির মালামালসহ গৃহপরিচালিকা মা-মেয়ে আটক

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৭, ১৭:৪৫ অপরাহ্ণ
চুরির মালামালসহ গৃহপরিচালিকা মা-মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক ॥ চুরির ঘটনায় ঝালকাঠি থেকে মা-মেয়েকে মালামাল সহ আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল দুপুরে ঝালকাঠি জেলার রাজাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-পারভীন বেগম ও তার মেয়ে মুন্নী। বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সী জানান, গ্রেফতারকৃত পারভীন বরিশালে গৃহপরিচারিকার কাজ করতেন। গত ৯ নভেম্বর নগরের লুৎফর রহমান সড়কের মজিবর রহমানের বাসা থেকে পৌনে ২ ভরি স্বর্ণালঙ্কার, ৪ ভরি রুপার অলঙ্কার নিয়ে সটকে পড়েন। খোঁজাখুঁজি করে তাকে পাওয়া না গেলে বাড়ির মালিক মজিবর রহমান গত বুধবার থানায় মামলা করেন। এরপর রাজাপুরে পারভীনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার মেয়েকে গ্রেফতার করা হয়। এসময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।