স্বপন কুমার ঢালী, বেতাগী॥ না ফেরার দেশে চলে গেলেন বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী বিবিচনি ইউনিয়ন শাখার সভাপতি, ফুলতলা মোহাম্মাদিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক (আরবী) এবং বিবিচিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গড়িয়াবুনিয়া গ্রামের বাসিন্দা মাওলানা মো. রফিকুল ইসলাম হেলালী (৫৪) শনিবার (২৩/০৮/২০২৫) দুপুর সারে বারোটায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস রোগে আক্ধসঢ়;্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর অকাল মৃত্যু গভীর শোক প্রকাশ করছেন বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো: সাইদুল ইসলাম সোহরাব। এক শোকবার্তা তিনি বলেন,‘ মাওলানা রফিকুল ইসলাম অত্যন্ত বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন।
তিনি সৎ ও ন্যায়ের প্রতীক ছিলেন। এবিষয় উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক মো: শাহাদাত হোসেন মুন্না বলেন,‘ মাওলানা রফিকুল ইসলামের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মাওলানা রফিকুল ইসলাম এর অকাল মৃত্যুতে ফুলতলা মোহাম্মদিয়া আলিম মাদরসা শিক্ষকবৃন্দ গভরি শোক প্রকাশ করছেন।
বরগুনা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা. মো. সুলতান আহমেদ এক শোকবার্তায় বলেন‘, তিনি একজন দলের সৎ ও আদর্শবান কর্মী ছিলেন।
আমরা তাঁর অকাল মৃত্যুতে গভীর শোকাহত । তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।