• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চলতি বছর পটুয়াখালীতে উৎপাদন হবে প্রায় ২০ কোটি টাকার সূর্যমুখী তেল

বিডিক্রাইম
প্রকাশিত মে ৬, ২০২৪, ১৩:৪৮ অপরাহ্ণ
চলতি বছর পটুয়াখালীতে উৎপাদন হবে প্রায় ২০ কোটি টাকার সূর্যমুখী তেল

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ চলতি বছর পটুয়াখালী সদর উপজেলায় ১১০ হেক্টর জমিতে এবং জেলায় প্রায় ২১০০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে ৩১৫০ মেঃটঃ তেল উৎপাদিত হবে এসব সূর্যমুখী থেকে। যার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তেলবীজ জাতীয় ফসল সূর্যমুখী। অনূকুল আবহাওয়ায় ভাল ফলন পাওয়ায় কৃষক পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে লবনসহিষ্ণু সূর্যমুখীর আবাদ। এক সময় বিচ্ছিন্নভাবে কিছু জমিতে চাষ হলেও এখন পটুয়াখালী জেলার বিভিন্ন বিস্তীর্ন ফসলের মাঠে সূর্যমুখীর চাষ হচ্ছে। অনুকুল আবহাওয়া, লবন সহিষ্ণুজাত, সময়মত বপন ও ভাল বাজারমূল্য পাওয়ায় কৃষকদের মাঝে সূর্যমুখী চাষে আগ্রহ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।

পল্লী প্রগতি সমিতির কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন, পটুয়াখালী সদর উপজেলায় পল্লী প্রগ্রতি সমিতির চলতি বছরে উপ-প্রকল্পের আওতায় ১১০ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। সূর্যমুখী বীজ হতে গাদ বিহীন তেল উৎপাদন করার লক্ষ্যে উপ-প্রকল্পের আওত্তায় ২জন উদ্যোক্তাকে আধুনিক কোল্ড প্রেস মেশিন প্রদান করা হয়েছে যাতে সূর্যমুখী তেল সহজেই বাজারজাত করা যায় এবং ভোক্তারা যেন নিরাপদ ভোজ্য তেল খেতে পারে। পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সূর্যমুখী চাষে প্রশিক্ষণসহ উন্নত বীজ, চাষ উপকরণ দিয়ে কৃষকদের উদ্ভুদ্ধ করছে কৃষি বিভাগ।