• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরম অব্যবস্থাপনা ও বিশৃংখলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফরচুন বরিশালের ট্রফি প্রদর্শনী

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ২২:৩০ অপরাহ্ণ
চরম অব্যবস্থাপনা ও বিশৃংখলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফরচুন বরিশালের ট্রফি প্রদর্শনী

বরিশাল বেলস পার্কে ৯ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী ফরচুন বরিশালের ট্রফি প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় অনুষ্ঠানের একপর্যায়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। আর এতে পন্ড হয়ে যায় ট্রফি প্রদর্শনী অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ না করেই বিদায় নেয় আগত অতিথি ও খেলোয়াড়রা।

দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৫ টায় খেলোয়াররা স্টেজে উঠলে সাধারণ দর্শকরা তাদের গ্যলারি অতিক্রম করে ভিআইপি গ্যালারিতে ঢুকে পরলে স্টেজ ও ভি আইপি গ্যালারিতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দর্শকদের উপচে পড়া ভিড়ে সাংবাদিক, প্রশাসন ও মহিলারা চরম হেনস্থা শিকার হয়। এ সময় নিজেদেরকে বাঁচাতে গিয়ে অনেক সাংবাদিক ও মহিলারা গুরুতর আহত হয়।

অনুষ্ঠানের শুরু থেকেই স্টেজে ও ভিআইপি গ্যালারিতে অনেকে বিশৃংখলা করার জন্য সুযোগ খুঁজতে থাকে। কর্তৃপক্ষের অদূরদর্শিতা ও অব্যবস্থাপনায় এরকম একটা বিশৃঙ্খলা অনুষ্ঠান হয়েছে বলে জানান হেনস্থার শিকার ও আহত অনেকে।

আহত এক ব্যক্তি বলেন, অনুষ্ঠানের শুরু থেকেই হাজার হাজার দর্শকদের আগমনে পুরো বেলস পার্ক ভরে যায়, এরকম একটা অনুষ্ঠানে হাজার হাজার মানুষের আগমন ঘটবে এটাই স্বাভাবিক। কিন্তু শুরু থেকেই প্রশাসনের উপস্থিতি খুবই কম সংখ্যক থাকায় দুষ্কৃতিকারীরা এরকম বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ পেয়েছে। আর কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়। সময় ঠিক রেখে যদি খেলোয়াড়দের স্টেজে উঠাতে পারতো তাহলে দর্শকরা এত উত্তেজিত হতো না।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার বলেন, অনুষ্ঠানের শেষে বিশৃংখলার বিষয়টি খুবই দুঃখজনক। তবে যদিও আয়োজকরা সঠিক সময়ে অনুষ্ঠানটি শেষ করতে পারত তাহলে এরকম বিশৃঙ্খলা মনে হয় হতো না। আর এটি একটি প্রাইভেট প্রোগ্রাম আমরা যতটুকু পেরেছি সহায়তা করেছি, এর বাইরে তাদের এয়ারপোর্ট থেকে কাউনিয়া কাউনিয়া থেকে বেলস পার্ক পর্যন্ত প্রটোকল দেয়া লাগছে। আমাদের এমনিতেই প্রশাসনে বর্তমানে জনবল কম আছে।

উল্লেখ্য যে, গত ৭ ফেব্রুয়ারি বিপিএলের মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ফরচুন বরিশাল। ট্রফি জিতে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান তার ভেরিফাইড ফেইজবুক পেইজে ঘোষণা দেন ৯ ফেব্রুয়ারি বরিশালের বেলস পার্কে খেলোয়াড়দের নিয়ে বরিশালবাসীকে সাথে নিয়ে ট্রফি প্রদর্শনী অনুষ্ঠান করবেন।