• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরমোনাইয়ের তিন দিনের মাহফিল শুরু বুধবার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ২১:৪৩ অপরাহ্ণ
চরমোনাইয়ের তিন দিনের মাহফিল শুরু বুধবার

বরিশালে তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল শুরু হবে বুধবার। এ দিন জোহরের নামাজের পর চরমোনাই মাদ্রাসা মাঠে মাহফিলের উদ্বোধন করবেন চরমোনাই পির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মাহফিল সম্পন্নে ২০০ একরেরও বেশি জায়গা নিয়ে পাঁচটি মাঠ প্রস্তুত করা হয়েছে। এছাড়া একশ শয্যাবিশিষ্ট চরমোনাই মাহফিল হাসপাতাল চালু করা হয়েছে। শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মাহফিল শেষ হবে।

সুষ্ঠুভাবে সম্পন্নে ইতোমধ্যে নিজস্ব নিরাপত্তা বাহিনী প্রস্তুত করেছে মাহফিল কর্তৃপক্ষ। এদিকে মঙ্গলবার দুপুরে চরমোনাই পির মুসল্লিদের চিকিৎসা সহায়তার জন্য ১০০ শয্যার সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ হাসপাতালের উদ্বোধন করেছেন।

ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুসুল্লিরা সড়ক ও নৌপথে মাহফিল মাঠে জড়ো হয়েছেন। এ বছরের মাহফিলে সৌদি আরব, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, ফিলিস্তিনসহ আন্তর্জাতিক ইসলামী রাজনৈতিক ব্যক্তিরা মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে। তিন দিনে মোট ৭টি মূল বয়ানসহ দেশ-বিদেশের ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।

মাহফিলের ২য় দিনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং তুরস্ক, ইন্দোনেশিয়ার ইসলামী নেতারা বক্তব্য রাখবেন। মাহফিলের ৩য় দিনে ছাত্র গণজামায়েত অনুষ্ঠিত হবে। সেখানে দেশের শীর্ষ বুদ্ধিজীবীসহ আরবের নেতারা বক্তব্য রাখবেন।

চরমোনাই মাহফিল মূলত আত্মশুদ্ধির একটি কার্যক্রম। যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক শিক্ষাকেই প্রাধান্য দেওয়া হয়। একইসঙ্গে সামাজিক ও রাজনৈতিকভাবেও চরমোনাই মাহফিল গুরুত্বপূর্ণ। সুষ্ঠুভাবে সম্পন্নে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেছে মাহফিল কর্তৃপক্ষ।