• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরমোনাইতে কুপিয়ে দলিল লেখককে হত্যা

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০১৯, ০৩:২৬ পূর্বাহ্ণ
চরমোনাইতে কুপিয়ে দলিল লেখককে হত্যা

এস এন পলাশ

বরিশার সদর উপজেলার চরমোনাইয়ে রেজাউল করিম রিয়াজ(৪০) নামে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (১৯ এপ্রিল) ভোররাতে চরমোনাই ইউনিয়নের বুখাইনগরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। মৃত রেজাউল করিম রিয়াজ ওই এলাকার ছত্তার হাওলাদারের ছেলে ও পেশায় দলিল লেখক। নিহতের স্বজনরা জানান, স্ত্রী লিজাকে নিয়ে রাতে ঘুমাতে যান নিহত রিয়াজ। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে রেজাউল করিম রিয়াজের বসত ঘরের মধ্যেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বসত ঘরের একপ্রান্তে ছোট একটি সিদ কাটা রয়েছে, তবে তা দিয়ে মানুষ ভেতরে আসা নিয়ে সন্দেহ রয়েছে। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। তিনি বলেন, এটি নিঃসন্দেহে একটি হত্যাকান্ড। ঘটনাস্থলে ‍পুলিশের উর্ধতন কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন আলামত ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যারাই এর সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।