বিডি ক্রাইম ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে বৃদ্ধার উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার রাজারচর খেয়া ঘাটে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ইসলামী আন্দোলন ও যুবদল নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতা আরমান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, রাজারচর ৫নং ওয়ার্ডে জমি বিরোধের জেরে ৭৩ বছর বয়সী মোশাররফ হাওলাদারের উপর হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে যানা যায়, গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার মোশাররফ হাওলাদার তার পুরাতন ঘর ভেঙে নতুন করে ঘর তুলতে গেলে প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও তার সহযোগীরা বাঁধা প্রদান করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চরমোনাই ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আল আমিন (৩৫) এবং রাজারচর ৫নং ওয়ার্ডের ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার (৬০) এর নেতৃত্বে একই এলাকার রুম্মান হাওলাদার (৩৫), মাসুদ পারভেজ বাবু (৩৫), মহসিন খান (২৫), সাকিব হাওলাদার (১৭), বারিক হাওলাদার (২২) সহ আরও অজ্ঞাত ৫/৬জন বহিরাগতরা হামলা চালায় মোশাররফ হাওলাদারের উপর।
হামলায় মোশাররফ হাওলাদার গুরুতর আহত হন এবং তাকে স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আহতের পরিবার জানায়, তারা দীর্ঘদিন ধরে পারিবারিক সূত্রে পাওয়া জমিতে বসবাস করে আসছেন।
সেই জমিতে ঘর তুলতে গেলেই বাধা প্রদান করেন মামলার আসামীরা।এ ঘটনার পরে ১৯ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আহত মোশাররফ হাওলাদার এর নাতি ছাত্রদল নেতা আরমান হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর -১৯৮৫/২০২৪। আদালত মামলাটি আমলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদনের নির্দেশ প্রদান করেন৷
স্থানীয় বাসিন্দা সাইফুল জানিয়েছেন, হামলার সময় মোশাররফ হাওলাদারের ডাক চিৎকার শুনে অনেকেই সাহায্যে এগিয়ে আসেন, কিন্তু তাদের মধ্যেও কয়েকজন আহত হন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।এদিকে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।