• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশন প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মোনাজাত

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯, ২১:২৯ অপরাহ্ণ
চরফ্যাশন প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মোনাজাত

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন প্রেসক্লাবের সদস্য ভোরের কলাম ও আমাদের বরিশাল প্রত্রিকার চরফ্যাসন উপজেলা প্রতিনিধি রিয়াজ মোর্শেদ এর পিতা আবদুল মান্নার মিয়া , চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতির ফুফু নুরহাজান বেগম, এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদকের ছোট ভাই জহিরুল ইসলাম কবির এর মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় চরফ্যাসন প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে চরফ্যাসন প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির আহাম্মদ শুভ্র, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ইয়াছিন মোহাম্মদ, নির্বাহী সদস্য এম আমির হোসেন, সভাপতি শহিদুল ইসলাম দুলাল ,এম আবু ছিদ্দিক, ইয়াছিন আরাফাত, আবুল খায়ের নাজু, যুগ্ম সম্পাদক জামাল মোল্লা, কামাল মিয়াজী, দপ্তর সম্পাদক মিজান নয়ন, কোষাধ্যক্ষ নোমান সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন জমাদার, বার্তা সম্পাদক কামরুল সিকদার প্রমুখ। এছাড়াও চরফ্যাসনে কর্মরত সকল সংবাদ কর্মীরা শোকসভা ও দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন।

শোক সভা শেষে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। খাসমহল জামে মসজিদের ইমাম মাওলানা মো. আনোয়ার হোসেন দোয়া মোনজাত পরিচালনা করেন।

প্রকাশ আবদুল মান্নান মিয়া গত বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীনস্থায় ইন্তেকাল করেন। এছাড়াও জাহানার বেগম , জহিরুল ইসলাম কবির সম্প্রতি সময়ে মৃত্যু বরন করেন।