• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশন দুই গ্রুপের সংঘর্ষ

admin
প্রকাশিত জুন ১৭, ২০১৯, ১৬:০২ অপরাহ্ণ
চরফ্যাশন দুই গ্রুপের সংঘর্ষ

চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশন পৌর সভার ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি‘র সদস্য কাজল বাতান ও ভাই শ্রমীকলীগ নেতা কাশেম বাতানের মধ্যে সংঘর্ষের ঘটনায় চরফ্যাশন থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে থানায় উভয় অভিযোগ পেয়েছেন বলে অফিসার ইনচার্জ ওসি সামসুল আরেফীন জানিয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে(একটি মাছের ঘেরকে কেন্দ্র করে) কাজল বাতানের খামারে দু‘ভাইর মধ্যে দ্বন্ধ হয়ে এক পর্যায়ে কাজল ও কাশেম তাদের সন্তান সহ সংঘর্ষ বাঁধে।

এতে সাবেক জিন্নগড় ইউপির সদস্য কাজল বাতান( ৬০), প্রতিপক্ষ সহাদোর ভাই শ্রমীকলীগ নেতা কাশেম বাতান(৫৫) সন্তান সোহেল(২৮), শ্যালক ফারুক(২৫), কাজল বাতানের ছেলে সুজন(৩৩), শরীফ( ৩৫)আহত হয়।
তাদের মধ্যে ৪জনের অবস্থা আশংখা জনক দেখে ডাক্তার বরিশাল শেবাসিমে রেফার করেছেন।