• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশন চালক কর্তৃক টমটমের ধাক্কায় খাদে পড়ে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৭, ২০২৪, ২০:৩৮ অপরাহ্ণ
চরফ্যাশন চালক কর্তৃক টমটমের ধাক্কায় খাদে পড়ে শিশুর মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনে টমটমের ধাক্কায় খাদে পড়ে মোঃ আবু সাঈদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন)সকাল ৯টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড চৌমুহনী বাজারের পশ্চিম পাশে আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে।

এরপর বিকাল ৪ টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবার। নিহত শিশু ওই ওয়ার্ডের বাসিন্দা বাকের সরদারের ছেলে। জানা যায়, ভাতিজা আবু সাঈদকে না পেয় বিভিন্ন স্থানে প্রায় ৭ ঘন্টা খোঁজখোঁজি করে বিকাল ৪ টার দিকে বাড়ির সাথে অঞ্চলিক সড়কের পাশের খাদে ভাতিজা আবু সাঈদের পায়ের জুতা পানিতে ভাসমান দেখে সেখানে খোঁজাখোঁজি করলে মাটি পুতা অবস্থায় তাকে পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শন করে শশীভূষণ থানার উপ-পরিদর্শক এস আই গোফরান সিকদার জানান, লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।