চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন থানা রোডে হাওলাদার ট্রেডার্স থেকে কৃষি অফিস অবৈধ ৫২বস্তা হরি বীজধানের বীজ জব্দ করা হয়েছে। আজ শনিবার ৬ জুলাই বেলা সাড়ে ১১টায় কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস অবৈধ ধান গুলো জব্দ করেছে। এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ধান গুলো ক্রয় বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
জানা যায়, মেসার্স মিজান সীড কোম্পনী মধুপুর, টাঙ্গাইল নামক প্রতিষ্ঠানের সীলমহর লাগানো “হরি বীজধান” আল আরাফা এগ্রো কপ্লেক্স পরিবেশ করে মেমো দিয়েছেন। মেমোটিতে মোবাইল নম্বার মুছে দেয়া হয়েছে।
এতে স্থানীয় কৃষি অফিসের সন্দেহ হয়েছে। এ ছাড়াও “হরি বীজ ধান”এর সরকারি কোন বৈধতা নেই বলে সীলমহরে প্রমাণ করেনা বলে কৃষি অফিসসূত্রে জানা গেছে। আল আরাফা এগ্রো কোম্পানীর রিজওনাল ম্যানেজার নাসির উদ্দিন বলেন, হরিধানের বীজ গুনগত মান ভাল বিধায় মিজান সীড কোম্পানীর সাথে চুক্তির মাধ্যমে আমরা ধানগুলো সরবরাহ করে থাকি।
থানা হাওলাদার ট্রেডার্সের প্রোপাইটর ছালাউদ্দিন বলেন, হরিধানের ধানের মান ভাল দেখে আমি ধান গুলো কোম্পানী থেকে ক্রয় করে বিক্রি করছি। চরফ্যাশন উপজেলা উৎদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্যাহ আজম বলেন, শনিবার অফিস বন্ধ রবিবারে কৃষি অফিসার স্যারকে নিয়ে অভিযানে নামা হবে।