• ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে হুমকীর মুখে ৩০ কোটি টাকার ব্যয়ে মায়া ব্রীজ

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৮, ২০২২, ১৪:৪৩ অপরাহ্ণ
চরফ্যাশনে হুমকীর মুখে ৩০ কোটি টাকার ব্যয়ে মায়া ব্রীজ

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার আহম্মদপুর-চরকলমী সীমানা দিয়ে বয়ে যাওয়া ৩০ কোটি টাকা ব্যয়ে মায়া ব্রীজ হুমকীর মুখে রয়েছে। নদী ভাঙ্গণ কবলিতে ব্রীজ স্থাপনের গোড়ায় পৌছে গেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে যাওয়ার আশংখা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ণের জন্যে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ
আল ইসলাম ইসলাম জ্যাকব এর একান্ত প্রচেষ্টায় ৩০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মায়ার ব্রীজ স্থপিত হয়েছে। এলজিইডির মাধ্যমে
ব্রীজটি নির্মাণ করাতে চরকলমীর বাবুর হাট মজিবনগরের সাথে চরফ্যাশন-ভোলা সাথে বাস যোগাযোগ সুগম হয়েছে। এতে
পাচ্ছেন যাত্রীরা যাতায়াত সুবিধা। বর্তমানে মায়া নদী ভাঙ্গনের ফলে হুমকীর মুখে পড়েছে মায়া ব্রীজটি।

 

স্থানীয় বরফ মিলের মালিক সামছুদ্দিন আহম্মেদ জানান, মায়া নদী ভাঙ্গার কবলিত হয়ে অনেকের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা রক্ষাপেতে দাবী জানাচ্ছি।

চরফ্যাশন পানি উন্নয়ণ বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নদী ভাঙ্গার ফলে ব্রীজটি ঝুঁকিতে রয়েছে। ব্রীজটি এলজিইডি করেছেন। আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে লিখিত ভাবে জানালে আমরা বরাদ্দের ব্যবস্থা করব।