• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে হাসপাতালে ৪ দালাদের জেল-জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১২, ২০২৪, ২০:১৭ অপরাহ্ণ
চরফ্যাশনে হাসপাতালে ৪ দালাদের জেল-জরিমানা

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন হাসপাতালে ৪ দালালকে জেল-জরিমানা করেছেন ভ্র্যাম্যমান আদালত। বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.সালেক মূহিত ১জনের ২০হাজার ও ৩জনের ১০হাজার টাকা করে মোট ৫০হাজার টাকা জরিমানা ও ৭দিনের বিনা¤্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।

জানা যায়, বুধবার দুপুরে দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিভিলে পুলিশ ফোর্স নিয়ে সরকারি হাসপাতলে উপস্থিত হন।

তাৎক্ষণি হাসপাতালের ভিতর থেকে ৪জন দালালকে আটক করে জেল জরিমানা করা হয়। তারা হলেন, মো. জাহের, ঝর্ণা, রুমা, ও সুফিয়া বেগম।