বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ চরফ্যাশন নজরুল নগর ইউনিয়নের চরনলুয়া গ্রামের বিএনপি পরিচয়দানকারী ৮/৯জনের হামলায় ৭জন আহত ও ৩ ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে। ওই বাড়ীতে এখন পুরুষ শূন্য বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, উপজেলার নজরুল নগর ৯নং ওয়ার্ডের বিএনপির পরিচয়দানকারী মো. শাহাজান, বশির ও আলাউদ্দিনের নেতৃত্বে ৮/৯জন একাত্রিত হয়ে হামলা চালায়।
এতে আয়শা বেগম(৫৫), আবু বক্কর ছিদ্দিক(৬০), আনোয়ার হোসেন(৩০), আল আমীন(২৬), মোরশেদ আলম(৪৬), ছালা উদ্দিন(৪২)সহ ৭জন আহত হয়। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকবর হোসেন জানান, আমাদের নজরুল নগর জনতাবাজার দু‘টি ওষুধ ফার্মেসী ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে।
দক্ষিণ আইচা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে থাকা কম্পিউটার গুলো লুটপাট করে নিয়ে যায়। বাসা বাড়ীতে সুপারীগুলো নিয়ে গেছে।
আমাদের বাড়ী এখন পুরুষ শূণ্য মটর সাইকে মহড়া দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।
দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহম্মেদ সাংবাদিকদেরকে জানান, আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।