• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১৯:০০ অপরাহ্ণ
চরফ্যাশনে স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা

oplus_0

আমির হোসেন, চরফ্যাশন॥ চর ফ্যাশন উপজেলাব আহাম্মদপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম মাস্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোঃ হোসেন মৌলভী, আমোদপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন মিয়া, বাবলু মাস্টার বিদ্যালয়ের কমিটির সভাপতি হুমায়ুন কবির মোল্লা, হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির নেতা জাকির হোসেন বাকের। নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমির হোসেন।

অনুষ্ঠানে নুরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিছির আহমেদ ভূঁইয়া শিক্ষার উপর অবদান রাখায় তাকে মরণোত্তর সম্মাননা ক্রেস প্রদান করা হয়, একই সাথে রফিক মাস্টার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অবদানের ফলে তাকও সম্মাননা ক্রেস প্রদান করেন কলেজের পক্ষ থেকে।

এ সময় বক্তারা বলেন, এ অঞ্চলে একটি কলেজ প্রয়োজন।এখানকার শিক্ষার্থীরা এসএসসি এবং দাখিল পাস করে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা জন্য কলেজ প্রয়োজন বলে বক্তারা দাবি করেন।