• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কচ্ছপগতি

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১১, ২০২৪, ১৭:৫৭ অপরাহ্ণ
চরফ্যাশনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কচ্ছপগতি

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ শাখাটি এখন কচ্ছপগতিতে চলছে। চিঠি এখন ৫-৭দিন পরেও ঢাকা থেকে আসে এমন অভিযোগ ভোক্তিভোগি গ্রাহকরদের। জানা যায়, গত ৮জুলাই ঢাকা মতিঝিল শাখা থেকে চিঠি চরফ্যাশন পাঠানো হয়েছে।

ওই চিঠি ১১ তারিখে দুপুরে গ্রাহক হাতে পেয়েছে। ৪দিন পর তাও আবার দুপুরে। জসিম উদ্দিন জানান, তার চিঠি চট্রগ্রাম থেকে ৬দিন পর হাতে পেয়েছে।

ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, সমস্যা থাকতেই পারে। চিঠি লঞ্চের পরিবর্তে গাড়ীতে দিলে দেরী হয়।