চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক আজকের বার্তা প্রতিনিধি নৌমান চৌধুরী উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় নোমান চৌধুরী মটরসাইকেল যোগে দায়িত্ব পালন শেষে সুলতানের ব্রীজ থেকে বাসায় আসার পথে পাকার মাথায় নামক স্থানে আসলে সন্ত্রাসী শামীম, এমরান,হান্নানের নেতৃত্বে ৫/৬জন একত্রিত হয়ে লোহার রট দিয়ে এলোপাতারি পিটিয়ে যখম করেছে।
তাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে। এই ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।