আমির হোসেন, চরফ্যাশন॥ চরফ্যাশনে অপন দুই ভাইকে নৃশংস ভাবে হত্যার দায়ে তিন আসামীকে ফাঁসির রায় প্রদান করা হয়েছে। আসামীরা হলেন মো: বেলাল, মো: সালাউদ্দিন ও মো: শরিফুল ইসলাম।
এরা হলেন চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের মো: জাফরুল্লাহ ফরাজী ছেলে ও সালাউদ্দিন একই উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সামছুদ্দিনের ছেলে এবং শরিফুল ইসলাম একই ইউনিয়নের শাহ আলম মুন্সির ছেলে।
বুধবার দুপুরে ভোলার চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন এই রায় প্রদান করেন। তিনজন আসামের মধ্যে মোঃ শরিফুল ইসলাম জেলহাজতে রয়েছে।
বাকি দুই আসামী মোহাম্মদ বেলাল ও সালাউদ্দিন পলাতক রয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক শওকত হোসেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি হযরত আলী হিরন কে বিচার কার্যক্রম সহায়তা ও দ্রুত করায় ধন্যবাদ জানান।
চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বলেন, ভুক্তভোগী বাদী পক্ষের পরিবার ন্যায় বিচার পেয়েছেন। উক্ত বিচারে তারা সন্তষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নিহত দুই ভাই তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল হত্যার প্রায় তির বছর আগে চরফ্যাশন পৌরসভার ৩ নং ওয়ার্ডে তাদের পৈতৃক ৫৬ শতাংশ জমি বিক্রি করে ভারত চলে যান।
ওই জমি ২০ লাখ টাকায় কিনে নেন আছলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো. বেলাল ও তার শ্বশুর আবু মঝি। তবে তারা মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দলিল করে নেন তারা।
বাকি টাকা নেয়ার জন্য তপন ও দুলাল বাংলাদেশে আসেন। তাদের টাকা দেয়ার কথা বলে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দরী ব্রিজে কাছে নির্জন বাগানে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে তাদেরকে যেন কেউ শনাক্ত করতে না পারে তার জন্য মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়। এবং সংখ্যালঘু দুই সহোদর এর মাথা সেফটি ট্যাংকির মধ্যে ফেলে দেয়।