• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ১৬:০৯ অপরাহ্ণ
চরফ্যাশনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে ও আর্থিক সহযোগিতায় চরফ্যাশনে অসহায় দুই শতাধিক  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।

এ সময় ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।

বিশেষ অতিথির বক্তব্য দেন- পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো.শাহাদাৎ হোসেন ছায়েদ এবং উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন প্রমুখ।
এ ছাড়াও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারণ সাধারণ সম্পাদক মো. সোহেল ইসলাম হাওলাদার, ফিরোজ ছৈয়াল, প্রচার সম্পাদক হাওলাদার শাহাবুদ্দিনসহ উপকারভোগী অসহায় মহিলা পুরুষ উপস্থিত ছিলেন।