• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৩, ২০২৪, ২০:৪৭ অপরাহ্ণ
চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

তবে তার নাম ও পরিচয় এখন মিলেনি। জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আশেয়াবাগ গ্রামের বেতুয়া লঞ্চ ঘাটের উত্তর পাশে মেঘনা নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার ভোর থেকে বেতুয়া লঞ্চ ঘাটের উত্তর পাশে মেঘনা নদীর তীরে একটি লাশ ভাসছিল।

পরে সকালে দিকে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের নজরে পরলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তবে মরদেহ দেখে মৃত্যু কারণ বোঝা যাচ্ছে না। ধারণা করা যাচ্ছে ১/২ দিন আগে তার মৃৃত্যু হয়েছে। তার পরনে একটি প্যান্ট ও গায়ে একটি শার্ট রয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখন পাওয়া যায়নি।