• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে মাদ্রাসা মাঠে আলু চাষ, খেলাধুলার সুযোগ বঞ্চিত শিক্ষার্থীরা

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ১৮:৩১ অপরাহ্ণ
চরফ্যাশনে মাদ্রাসা মাঠে আলু চাষ, খেলাধুলার সুযোগ বঞ্চিত শিক্ষার্থীরা

আমির হোসেন চরফ্যাশন॥ চরফ্যাশন উপাজেলার ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আলু চাষের অভিযোগ উঠেছে ওই মাদ্রার সুপার মাওলানা আবদুল বাতেন ও জমিদাতার ছেলে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে।

শিক্ষার্থীদের অভিযোগ,প্রতিষ্ঠান সুপার খেলার মাঠ চাষ দিয়ে আলু চাষাবাদের জন্য প্রস্তুত করছেন। স্থানীয়রা জানান, ট্রাক্টর দিয়ে ওই মাদ্রাসার মাঠে আলু চাষের জন্য প্রস্তত করা হলে গ্রাম জুড়ে তোলপার শুরু হয়।

তার মনগড়া সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। মাদ্রাসা মাঠে আলু চাষ করায় খেলাধুলা বঞ্চিত হচ্ছে ওই মাদ্রাসার অধ্যয়নরত প্রায় পাচঁশত শিক্ষার্থী।

জানা যায়, ১৯৮১ সালে ওসমানগঞ্জ ইউনিয়নের লতিফ মিয়ার হাট সংলগ্ন এলকায় স্থানীয় দানবীর মৃত হাজী আবদুল লতিফ মিয়ার প্রচেষ্টায় এক একর জমির ওপর ওসমানগঞ্জ দাখিল মাদ্রাসার নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে এমপিও ভুক্ত হয়েছে। ওই মাদ্রাসায় ইফতেদায়ী থেকে দাখিল পর্যন্ত প্রায় পাচঁশত শিক্ষার্থী রয়েছে।

এছাড়াও ওই এলাকায় আর কোন শিক্ষা প্রতিষ্ঠান বা খেলার মাঠ না থাকায় মাদ্রাসা শিক্ষর্থীরা ছাড়াও স্থানীয় যুবকরা ওই মাঠে লেখাধুলা করতেন।

গত কয়েক দিন আগে মাদ্রাসার ম্যানেজিং কমিটির তোয়াক্কা না করে মাদ্রাসার সুপার ও জমিদাতার ছেলে গিয়াস উদ্দিন ওই মাদ্রাসা মাঠে আলু চাষ করার জন্য হাল-চাষ দিয়ে প্রস্তুত করেন।

বিষয়টি নজরে এলে ক্ষুব্দ হয়ে উঠেন ওই এলাকার শিশু কিশোররা। দ্রুত সময়ের মধ্যে মাদ্রাসা মাঠে আলু চাষ করা বন্ধ করে খেলাধুলার জন্য মাঠটিকে উম্মুক্ত করার দাবী জানান।