চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনে মরিচের কেজি ৪০০টাকা হয়েছে। রবিবার সরেজমিন বাজারে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে। ইউনুছ স্টোর মালিক মো. ইউনুছ বলেন,আমদানী কম থাকায় হঠাৎ মরিচের মূল্য বৃদ্ধি পাচ্ছে।
আমরা আড়দে কেজি ৩৫০টাকা বিক্রি করছি। তবে খুচরা বিক্রি হচ্ছে ৪শ টাকা। ক্রেতা আলমগীর হোসেন বলেন, আমি আজ মরিচ ক্রয় করতে হিমসীম খাচ্ছি।
২৫০গ্রাম ক্রয় করছি ১০০টাকায়। যেই মরিচ ১শ টাকা ক্রয় করছি প্রতি কেজি।