• ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৩, ২০২২, ১৬:৩২ অপরাহ্ণ
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

চরফ‍্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে মনির হাওলাদার (২৭) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ২নং
ওয়ার্ডের ভাসানচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায, নিহত মনির হাওলাদার একই এলাকার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে এবং ওই গ্রামের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। নিহতের স্বজনরা ধারণা করেন বাড়ির পাশে মাছের খামারে খাবার দিতে গিয়ে বিদ্যুৎ সংযোগের ছেড়া তার পৃষ্টে হয়ে তিনি মারা যান ।

শনিবার সকাল ১০টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শশীভ‚ষন থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।