চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলার ওচমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিদ্যুৎ পৃষ্টে হয়ে এনামুল হক মিয়াজী(৪০) মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় এনামুল হক মিয়াজী নিজে তার ঘরে বিদ্যুতের কাজ করার চেষ্টা করছে। এতে বিদ্যুৎ পৃষ্টে হয়ে আহত হলে চরফ্যাশন হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীণ বলেন, নিজের ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে হয়ে এনামুল নিহত হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।