• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে বসতবাড়ী ভাংচুরের ঘটনায় দু‘টি মামলা দায়ের

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ১৭:৫৬ অপরাহ্ণ
চরফ্যাশনে বসতবাড়ী ভাংচুরের ঘটনায় দু‘টি মামলা দায়ের

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজার সংলগ্ন ৩তলা ফাউন্ডেশনের ২টি ও সেমি পাকা ৪টি বসতঘর ভেকু দিয়ে ভাংচুরের ঘটনা থানা ও আদালতে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, সিনিয়র সহকারী জজ আদালতে ১৬০/২৫মামলায় নিষেজ্ঞার নোটিশ বৃহম্পতিবার পৌছলে শুক্রবারের সন্ধ্যার পরে স্থানীয় মরহুম সামছুদ্দিন মাষ্টারের ছেলে মো. ফয়েজ ও ব্যবসায়ী হাবিবের নেতৃত্বে নুরুল আমীন শাহ ও তার ভাইবোনদের মোট ৬টি পাকা ও সেমি পাকা বসতঘর ভেকু দিয়ে গুড়িয়ে দেয়।

এই ব্যপারে নুরুল আমীন শাহ বাদী হয়ে মনিবারে দুলাহাট থানা ৩জনকে আসামী করে ও মামলা এজাহার রুজু করা হয়।

মঙ্গলবার সিনিয়র সহকারী জজ আদালতে ৬জনের বিরুদ্ধে বাইলোশন মামলা দেয়া হয়। নুরুল আমীন শাহ‘র আবাশিক ঘর ভাড়াটিয়া স্থানীয় মাদ্রাসার শিক্ষক এমদাদ হোসেন বলেন, বিনা নোটিশে ভাংচুরের ঘটনায় আমার স্ত্রী ও সন্তানেরা ছিল আতংকিত।

ফয়েজ সাংবাদিকদেরকে বলেন, এটি ঈদগাঁহওর জায়গা হিসাবে দখলে নেয়া হয়েছে। দুলারহাট থানার ওসি বলেন, উক্ত ঘটনায় মামলা নেয়া হয়েছে তদন্ত পূর্বক পববর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।