• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২০, ২০২৪, ১৫:৩৪ অপরাহ্ণ
চরফ্যাশনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. আক্তার তালুকদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার তালুকদার একই ওয়ার্ডের বাসিন্দা।

স্বজন ও থানা পুলিশ জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর ঘাস কাটতে মাঠে যান কৃষক আক্তার। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা আক্তারের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।