• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে পুলিশ প্রশাসনে হয়রানির শিকার আব্দুল্লাহপুরের একটি পরিবার

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ১৯:৫৭ অপরাহ্ণ
চরফ্যাশনে পুলিশ প্রশাসনে হয়রানির শিকার আব্দুল্লাহপুরের একটি পরিবার

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ৬ নং ওয়ার্ডের একটি পরিবার পুলিশ প্রশাসনের খামখেয়ালির কারণে হয়রানির শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

ওই এলাকার আব্দুল কাদের মীরের ১৯ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্বের ফলে স্থানীয় প্রভাবশালী নাজমুল, রফিক ও জয়নালের নেতৃত্বে একটি চক্র বারবার আব্দুল কাদের মীর পরিবারের উপর হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায় ১৯অক্টোবর /২০২৩সাল রাত দশটায় নাজমুল, রফিক ও জয়নাল সহ ৬/৭ জন একত্রিত হয়ে বসত ঘর লুটপাট করে ও পরিবার ওপর হামলা চালায়।

তাদের ঘর থেকে বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও প্রতিপক্ষরা তা মানছে না। চরফ্যাশন থানায় অভিযোগ করলে পুলিশ মামলা গ্রহণ করেননি।

আব্দুল কাদের মীর ভোলা পুলিশ সুপার বরাবর আবেদন করেন। সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) এর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

সহকারী পুলিশ সুপার চরফ্যাশন উভয়কে তদন্তের জন্য ২৫ শে নভেম্বর ২০২৪ ইং তারিখে নোটিশ প্রদান করেন। বাদী নোটিশ হাতে পায় ২৬ শে নভেম্বর।

বাদি পুনরায় পুলিশ সুপারকে অবগত করলে পুলিশ সুপার পুনরায় তদন্ত নির্দেশ দেন। ১০ নভেম্বর ২০২৪ ইং তারিখে পুনরায় তদন্তের দিন ধার্য করা হয়।

বাদি ১২ ই নভেম্বর ২০২৪ইং তারিখে নোটিশ হাতে পায়। পুলিশ প্রশাসনের খামখেয়ালিপনা ফলে বাদী ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়ে পুলিশ সুপার ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কাছে অভিযোগ দাখিল করেন।

ওই পরিবার এখন বিচারের আশায় বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরণ করে সঠিক বিচার দাবি করছেন। আব্দুল কাদের মীর বলেন, আমি স্থানীয় পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে হয়রানি শিকার হচ্ছি।

প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি। আমার তফসিল বর্ণিত সম্পত্তি মৌজা শিবার চর জেল নং ২৪ খতিয়ান নাম্বার ৮০২ দাগ নম্বর ১৩১৩৩, ১৯১৩১ সম্পত্তির পরিমাণ উনিশ শতক।