• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে পানি কচু প্রদর্শনী মাঠ দিবস

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৫, ২০২৪, ২০:১৪ অপরাহ্ণ
চরফ্যাশনে পানি কচু প্রদর্শনী মাঠ দিবস

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত পানি কচু প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলার চরযমুনা এরশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান।

দিবসে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পরিচালক বরিশাল অঞ্চলের মো. শওকত ওসমান, বিশেষ অতিথি ছিলেন, ভোলা খামারবাড়ীর উপ-পরিচালক মো. ঘাসান ওয়ারিসুল কবীর, অতিরিক্ত উপ-পরিচালক ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আলী আজম শরীফ।

এই ছাড়াও উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ছালাউল্যাহ আজম, মোবারক আলী, কামরুজ্জামান শিপন, মো, আমির হোসেন প্রমুখ।

বক্তরা বলেন,বর্তমান সরকার কৃষকদের জন্যে যে সুযোগ সুবিধা প্রদান করেছেন তার অবশ্যই প্রসংশিত। পানি কচুর উপর সরকার কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। কৃষিতে ভূতুর্কি দিয়ে সার,বীজ ও সরকারি ও কম্পানীর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। সকল কৃষকদের কৃষি কাজে আরো উদ্যোগি হওয়ার আহবান জানান।