• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে নারী নির্যাতন মামলায় স্কুল কর্মচারী গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ১৮:৩০ অপরাহ্ণ
চরফ্যাশনে নারী নির্যাতন মামলায় স্কুল কর্মচারী গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আঃ জলিলকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, স্ত্রী মেহেরুন্নেসা থেকে ৫ লক্ষ টাকা যৌতুক আদায়ের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে।

মোহাম্মদ আব্দুল জলিল সে তার স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলের ভরণপোষণ ও দায় দায়িত্ব ও খোঁজ খবর রাখে না বিধায় স্ত্রী মেহেরুন্নেসা ভোলা নারী ও শিশু নির্যাতন ট্রাবুনাল আদালতে মামলা দায়ের করেন।

তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। এতে চরফ্যাশন থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।