• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চরফ্যাশনে ধুমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে সেমিনার

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৭, ২০২১, ১৯:৫৯ অপরাহ্ণ
চরফ্যাশনে ধুমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে সেমিনার

চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শোভন বসাক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো.নুর মোহাম্মদ তালুকদার,

চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারন সম্পাদক আমির হোসেন, যুগ্ম সম্পাদক নোমান সিকদার, কোষাধ্যক্ষ মিজান নয়ন, নুরুল্লাহ ভূইয়া।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিক, মসজিদের ইমাম,এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধুমপান ও তামাকজাত দ্রব্য সেবন কিভাবে শারীরিক, মানসিক,সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিকর প্রভাব ফেলে তা নিয়ে উক্ত সেমিনারে বক্তারা বিস্তারিত দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদেরও মুক্ত রাখতে পরামর্শ ও বিভিন্ন কার্যকরী প্রস্তাব রাখেন।