চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থেকে দুই বোরাক চোরকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। বুধবার সকালে তাদেরকে চরফ্যাশন পৌরসভা ৩ নং ওয়ার্ডে ব্যাটারী বিক্রির সময় আটক করা হয়।
তারা লালমোহন উপজেলার কর্তার হাট এলাকার কামাল হোসেন ও ঢাকার মোকলেছুর রহমান। দুইজনই দক্ষিণ আইচা থানায় এলাকায় বোরাক চুরি করেছেন।
চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, আমরা পৌর সভা ৩নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়েছে। দক্ষিণ আইচা থানা এলাকায় বোরাক চুরি সংঘটিত হওয়ায় তাদের কাছে পাঠানো হবে।