• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে ট্রলিচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মে ২১, ২০২৪, ২০:৪৮ অপরাহ্ণ
চরফ্যাশনে ট্রলিচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার চরফ্যাশনে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় মো. ইসমাইল (৭) নামে মাদরাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার পশ্চিম এওয়াজপুর দারুল উলুম হোসাইনিয়া মাদরাসার পূর্ব পাশের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের মো. শফিউদ্দিনের ছেলে। সে রওজাতুল উলুম মডেল মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইসমাইল মাদরাসায় যাচ্ছিল। পথে বেপরোয়া গতির একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় ট্রলি ফেলে রেখে চালক পালিয়ে যান।

শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোফরান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।