• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১৯:৩৪ অপরাহ্ণ
চরফ্যাশনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

চরফ্যাশন প্রতিনিধি : স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, পরিসংখ্যানের হিসেবে আজ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। যার হিসেব মতে বয়স্ক,পঙ্গুসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে সনাক্ত করে সরকার সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে।

এটি সর্ব প্রথম ২০১০সালে ২০অক্টোবর পালিত হয়। সারা বাংলাদেশে পালিত হচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিসংখ্যান অফিসার(ভারপ্রাপ্ত) পলাশ চ›ন্দ্র দাস, উপজেলা পরিসংখ্যানের জেএসএ মোঃ আবদুর রহমান রুবেল, জোনাল অফিসার আবির হোসেন শাহিন, সাংবাদিক এম আমির হোসেন, কামরুল সিকদার, মাইনুদ্দিন জমাদার, ইসরাফিল নাইম ও মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন প্রমূখ।