• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে র‌্যাব

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ১৭:৫৩ অপরাহ্ণ
চরফ্যাশনে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে র‌্যাব

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে এক তরুণীকে গণধর্ষণ ও পর্নোগ্রাফির মামলার ৪ নম্বর আসামী মোঃ শরীফকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১১ মার্চ) ভোর ৪টায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ ভোলা ক্যাম্প এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরে আলমের ছেলে। র‌্যাব-৮ জানায়, ২০২৪ সালের ৬ মার্চ ১৯ বছর বয়সী এক তরুণীকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নম্বর ওয়ার্ডে আজাহার মাস্টার বাড়ীর উত্তর পাশে মেঘনা নদীর তীরে মোঃ নিবিড়, মোঃ আক্তার, ইসমাইল, মোঃ শরীফ ও মোঃ মনির হোসেন জোরপূর্বক গণধর্ষণ করে।

এসময় মোঃ শরীফ তার ফোনে গণধর্ষণের ভিডিও ধারণ করে। ভিডিওটি এক বছর পর শরীফের নিজের ফেসবুকে পোস্ট করলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃৃষ্টি হয়। পরে ওই তরুনী বাদী হয়ে ৫জনকে আসামী করে ২৫ ফেব্রুয়ারী দক্ষিণ আইচা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বাকী আসামী নিবিড় ঢালচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মোঃ লোকমান হোসেন ছেলে, মোঃ আক্তার ৯ নম্বর ওয়ার্ডের মোঃ আলাউদ্দিনের ছেলে, ইসমাইল ওই ওয়ার্ডের সোলায়মানের ছেলে ও মোঃ মনির ১নম্বর ওয়ার্ডের গনি মাঝির ছেলে।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, মামলার ৪ নম্বর আসামীকে র‌্যাব-৮ থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।