• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নির্মাণ শ্রমীক নিহত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৪, ১৮:৩৬ অপরাহ্ণ
চরফ্যাশনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নির্মাণ শ্রমীক নিহত

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার মজিবনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ক্রিকেট ব্যট দিয়ে পিটিয়ে সুজন মাতাব্বর(২২)নামক এক নির্মাণ শ্রমীক নিহত হয়েছে। এই ব্যপারে নিহতের পিতা বাদী হয়ে দুলারহাট থানায় ৭জনকে সনাক্ত করে এজহার দাখিল করেন। জানা যায়, বুধবার বেলা ১২টার সময় মজিবনগর ২নং ওয়ার্ডের মাঠে ক্রিকেট খেলেছিল।

 

রাজ্জাক, ভাই রিপন,শাহাদাত সাথে নিহত সুজন মাতাব্বর সাথে কথার কাটাকাটি হয় একপর্যায় তাকে এলোপাতারি মারধর করেছে। রাজ্জাক খেলার ব্যট দিয়ে মাথায় আঘাত করেন। প্রথমে চরফ্যাশন হাসপাতালে সেখান থেকে বরিশাল শেবাসিম উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়োরোলজী হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাত সাড়ে ১১টায় সুজন মাতাব্বর নিহত হয়।

 

এই ব্যপারে দুলারহাট থানায় নিহতের পিতা শাহে আলম মাতাব্বর বাদী হয়ে ৭জনকে সনাক্ত ও ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে একটি এজহার দাখিল করেন। দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, অভিযোগ নিয়েছি। আমরা ঘটনা স্থল তদন্ত করবো।