আমির হোসেন, চরফ্যাশন॥ চরফ্যাশন পৌর সভা ৬নং ওয়ার্ডের কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের অন্যতম পথিকৃত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি, চট্রগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, প্রখ্যাত শিক্ষাবিদ,রাজনীতিবিদ, ডক্টর আবু জাফর মো ওবায়েদ উল্লাহ(৭৫) ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহে —রাজেউন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১টায় চট্রগ্রাম বেলভিউ পার্ক হাসপাতালে তিনি মারা যান। রবিবার বেলা ১১টায় চট্রগ্রাম চকবাজার প্যারেড ময়দানে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
রাত ১০টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ২য় জানাযা শেষে পৌর ৬নং ওয়ার্ড পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল জামায়াতের আমীর এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, ভোলা জেলা জামায়াতের সভাপতি ও ভোলা-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, সাধারন সম্পাদক মাওঃ হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা সভাপতি অধ্যক্ষ শরিফ হোসাইন, সম্পাদক মাওঃ আবুল কাশেম প্রমুখ।