চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলা আমিনাবাদ ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধবন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
মঙ্গলবার (১৯নভেম্বর) আমিনাবাদ ইউনিয়নের কয়েক’শ কৃষক ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নিয়ে এই স্মারকলিপি পেশ করেন।
কৃষক নেতারা বলেন, স্বজনপ্রিতি করে রাতের অন্ধকারে আ’লীগের কয়েকজনকে আমিনাবাদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিরি কমিটিতে অন্তভুক্ত করা হয়েছে।
উক্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী জানান। উপজেলা সময়বায় অফিসার আনোয়ার হোসেন বলেন, খাল খননসহ পানি নিস্কাশনের যাবতীয় বিষয়াদি নিয়ে এই কমিটি কাজ করবে।
৩সদস্য বিশিষ্ঠ এডহোক কমিটি নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে স্বাক্ষরিত কমিটির কাগজ জমা দিয়েছে।
স্থানীয়দের স্মারকলিপির প্রেক্ষিতে ইউএনও মহাদয় ৪ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির ত্রুটি পাওয়া গেলে নতুন করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।