চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলার ওমরপুর ১নং ওয়ার্ডে একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, ওমরপুরের আলীগাও গ্রামের কালা মনিয়া এরাকার সুমনের ছেলে জুনায়েদ আহম্মেদ (৪) ও ইউসুফের ছেলে আরিয়ান (৫) পুকুর পাড়ে খেলছিল।
হঠাৎ জুনায়েদ পুকুরে পড়ে গেলে তাকে ধরতে গিয়ে আরিয়ানও পড়ে যায়া উভয পানিতে ডুবে ভেসে উঠলে স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান বলেন,দুই শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।