বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ চরফ্যাশন বাজার ঋণদান আল আরাফা ইসলামী কো- অপারেটিভ সময়বায় সমিতির প্রোঃ মো. সুজনের বিরুদ্ধে ভুক্তভোগি নারী-পুরুষ ও ব্যবসায়ীদের ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় প্রতিবাদ মিছিলটি বাজার উল্লেখ যোগ্য সড়ক প্রদক্ষিণ করে বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমিতির নিবন্ধণ বাতিল ও ব্যবসায়ী কামাল হোসেনকে ঋণের জন্যে বাতরূমে আটকিয়ে নির্যাতনের বিচার দাবী করে ইউএনও, থানা ও সমাবায় অফিসে পৃথক পৃথক ভাবে স্মারকলিপি প্রদান করেন।
এই সময় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ টিপু, ব্যবসায়ী তারেকমহ ভোক্তযোগি নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এই ব্যপারে সুজন সাংবাদিকদেরকে বলেন, আমার ঋণের কিস্তির টাকা চাইতে গেলে আমার কর্মীকে হুমকী-দামকী দিয়েছে।