• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

admin
প্রকাশিত জুলাই ৯, ২০১৯, ১৯:৪০ অপরাহ্ণ
চরফ্যাশনে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের থেকে দেয়া উপ-সহকারীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় কৃষি অফিস মিলনায়তনে উপ-সহকারী কৃষি সমিতির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাছনাইন আহম্মেদ, উপজেলা উদ্ভিৎ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্যাহ আজম ও যুগান্তর প্রতিনিধি এম আমির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান শিপন।

চরফ্যাশন ৩০জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে প্রায় ৩লক্ষাধিক টাকার ৩০টি ট্যাব বিতরণ করা হয়। সাথে ছিল সিমকার্ড, মেমোরি ও প্যানড্রাইপ। কৃষি কর্মকর্তা বলেন, কৃষি বিভাগকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা বাস্তবায়নের জন্যে সকলের কাছে আহবান জানান।